আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নড়াইলে মতুয়া মিশন পরিচালিত ৩৩টি হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী, পোশাক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের নিশিনাথতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মতুয়া মিশনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অসীম পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার। উদ্বোধক ছিলেন মতুয়া মিশনের উপদেষ্টা ও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অশোক কুন্ডু। প্রধান বক্তা ছিলেন মতুয়া মিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা: রবীন্দ্রনাথ বিশ^াস, দিলীপ অধিকারী, সহ-সভাপতি ভক্তদাস সেরালী, যুগ্ন সাধারন সম্পাদক দেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল, দপ্তর সম্পাদক সন্দিপ রায়, সুরঞ্জন গুপ্তসহ জেলা কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, ইসলাম শান্তির ধর্ম। অন্য ধর্মালম্বীদের ন্যায় চোখে দেখা ইসলামের বার্তা। অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের কথা ইসলাম ধর্মে উল্লেখ আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জামায়াত যেকোন অন্যায় কাজের বিপক্ষে অবস্থান নেবে বলে তিনি ঘোষনা দেন। মতুয়া মিশনের জেলা সভাপতি অসীম পাল জানান, শিশুদের নৈতিক শিক্ষা দেয়ার লক্ষ্যে জেলায় ৩৩টি হরিলীলামৃত স্কুল পরিচালিত হচ্ছে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জ্ঞানার্জনের জন্য হরিলীলামৃত স্কুল চালু করেছি বলে তিনি জানান ।