শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ!

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ফটিকড়িতে বসতভিটায় হামলা, পরিবারের সদস্যকে পিটিয়ে জখম করার পর প্রতিপক্ষকে মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। বসতঘরে হামলার ঘটনাকে পরিকল্পিত হামলা উল্লেখ করে পরবর্তীতে উল্টো হামলার অভিযোগ করেছেন ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী আবু ছালেক। ৩০ সেপ্টেম্বর দুপুরে নাজিরহাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের অছি সওদাগর বাড়ীর আবুল কালাম গং কর্তৃক তার বসতভিটায় হামলা, ভাংচুর, লুটপাট চালানো হয়। এ সময় সাড়ে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকাসহ সর্বমোট ৭৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এছাড়াও পরে তাকে ও তার স্বজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন আবু ছালেক। এ ঘটনায় আবুল কালামকে প্রধান করে মো. আবুল বশর, আবু তাহের, মো. হোসেন ও মো. আব্দুল্লাহকে বিবাদী করে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন আবু ছালেক। জানতে চাইলে এলাকার সমাজপতি মাওলানা জমির উদ্দীন বলেন, দুই বছর আগে উভয়ের সম্মতিতে আমি এটা সমাধান করে দিয়েছিলাম। এতে আবুল কালাম পাকা ঘর নির্মান করে এবং আবু সালেক একটি বাউন্ডারি ওয়াল দিয়ে দেয়। আবুল কালাম এর জায়গা ৪ গন্ডা হলেও আবু সালেক থেকে আরো তিন খরা জায়গা বেশি দিয়ে উভয়ের মধ্যে সমাধান করে দেয়া হয়। এরপর গত ২৮ তারিখ হঠাৎ করে আবু ছালেকের বসতঘরে সন্ত্রাসী কায়দায় যে ঘটনা ঘটেছে তার নিন্দাও জানান তিনি। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্টু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ব্যবসায়ী আবু ছালেক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com