সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ

আল হেলাল সুনামগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন অ-ইজারাকৃত মহালগুলোতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিন্ডিকেট সৃষ্টি করে জনবল নিয়োগের নামে লুটপাট চাঁদাবাজী ও দুর্নীতি বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার জয়নগর গ্রামের মোহাম্মদ আলী গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ,উপজেলার বাদাঘাট বাজার নৌকাঘাট, ঘাগড়া হতে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর উভয় পার্শ্বে কার্গো দেশীয় নৌকা বালুপাথর ও অন্যান্য মালামাল উঠানামা সংক্রান্ত নৌকাঘাট, শ্রীপুর বাজার নৌকাঘাট, ডাম্পের বাজার নৌকাঘাটগুলো গত ৩ সেপ্টেম্বর তারিখে উপজেলা সহকারী কমিশনার শাসম সাদাত মাহমুদ উল্লাহ, গত ২/৯/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা খাস আদায় কমিটির সভায় ৩১.৪৬.৯০৯২.০০০.০৮.০০১.২১.৩৮৪ নং স্মারক উল্লেখে উপরোক্ত অইজারাকৃত মহালের খাস আদায় কমিটিকে সার্বিক সহযোগীতার জন্য জনবল নিয়োগ সংক্রান্ত একখানা কাগজ মাধ্যমে নিয়োগ দান করেন। খাস আদায়কারীরা হচ্ছেন বাদাঘাটের নুরুল ইসলাম সিকদার, কামরাবন্দের আজিজুল হক, কাজল মিয়া, সোহালার মনির হোসেন, শ্রীপুরের হোসেন মিয়া, মহসীন আলম, দুধের আউটার ফারুক,বড়ছড়ার আসাদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের দিয়ে সিন্ডিকেট গঠন করে নামমাত্র টাকা সরকারী কোষাঘারে জমা দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিয়ে মহালগুলো থেকে সরকারী সম্পদ লুটতরাজ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন বদলীর সময়ে খাস কালেকশন প্রদানের এহেন দুর্নীতির মাধ্যমে পকেটস্থ করেছেন মোটা অংকের টাকা। খাস কালেকশন আদায়কারী কথিত জনবলের সাথে জড়িত সিন্ডিকেট মহালগুলো থেকে দেদারছে বালি পাথর লুটতরাজ অব্যাহত রেখেছে। প্রত্যেকটি মহালগুলোতে সিন্ডিকেটের ছত্রছায়ায় ঘটনো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এসব কারণে জনস্বার্থে তথাকথিত জনবলের নামে নিয়োগকৃত দুর্নীতিবাজ বালি পাথরখেকো সিন্ডিকেট এর দৌরাত্ম্য বাতিল ও বন্ধের জন্য জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী মোহাম্মদ আলী। প্রকৃত ইজারামূল্যের বিপরীতে অল্পমূল্যে সদাশয় সরকারকে ক্ষতিগ্রস্থ করে তথাকথিত খাস কালেকশনের আদেশ বাতিলের জন্য এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দুর্নীতির তদন্তের জন্য একই অভিযোগ সুনামগঞ্জ সেনাক্যাম্প ও দুর্নীতি দমন কমিশনেও দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com