বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

আরও একটি সুরক্ষা ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।
এবার হোয়াটসঅ্যাপ ওয়েব হবে আরও বেশি নিরাপদ। ভুল তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে হোয়াটসঅ্যাপ। আর সুরক্ষার ক্ষেত্রে নতুন এক পালক যোগ করছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওয়েব পেজ ভেরিফাই করার নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এই মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.২০.২৮ এই নতুন ফিচারের বৈশিষ্ট্য তুলে ধরেছে। যখন ব্যবহারকারী ওয়েবে লিঙ্ক সার্চ করবেন, তখন এটি টুলের মধ্যে আরও একটা স্তর যোগ করে।
হোয়াটসঅ্যাপ মনে করছে, সন্দেহনজর এবং ভুয়া খবরের কন্টেন্ট ফরোয়ার্ড করতে এই অ্যাপটি ব্যবহার করছে প্রতারকরা। এমনকি এটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ম্যানিপুলেটও করতে পারে। এতে ব্যবহারকারীরা লিঙ্কের বিষয়ে তথ্য পেতে পারেন। সেই সঙ্গে লিঙ্কে কোনো টেক্সট দেওয়া হলে সেটা ক্রস-চেকও করা সম্ভব। ব্যবহারকারীরা যখন লিঙ্কের বিষয়ে আরও তথ্য সার্চ করতে চান, তখন শুধু লিঙ্কবিশিষ্ট নির্দিষ্ট মেসেজটিই সার্চের জন্য গুগলে আপলোড হয়ে যাবে। তাতে আরও বলা হয়েছে যে, ব্যবহারকারীদের সুবিধা দেওয়াই এই রিফাইন্ড ফিচারের লক্ষ্য। যাতে ব্যবহারকারীরা সম্ভাব্য ক্ষতিকর লিঙ্ক শনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেটাও দেখা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com