মশার প্রজনন স্থল বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে নাজিরহাট পৌরসভায়। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদ্যেগে পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া মরা খাল হিসেবে পরিচিত ডোবাটি পরিস্কার করে সাধারণ ছাত্র, গাউছিয়া কমিটি ও বিডি ক্লিনের ফটিকছড়ির সদস্যরা এবং পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করে সহযোগীতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার ৮ অক্টোবর সকালে নাজিরহাট পৌর এলাকার ৮নং ওয়ার্ডের গুল মোহাম্মদ বাড়ি সংলগ্ন ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি সহকারী কমিশনার(ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন। নাজিরহাট পৌরসভার উদ্যেগে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবী এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।