বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

বার বার ফোন হ্যাং হলে সমাধান করুন সহজেই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সারাক্ষণ হাতে স্মার্টফোন থাকছে। কখনো হয়তো চ্যাট করছেন কখনো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। দিন এমনকি রাতেও দীর্ঘসময় ফোন ব্যবহার করছেন। অনেকের ফোনই মাঝে মাঝে হ্যাং হচ্ছে। কোনো কাজই ঠিক মতো করতে পারেন না।
অনেক সময় রিবুট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। তবে তা সাময়িক সময়ের জন্য। দীর্ঘমেয়াদি ঠিক করার জন্য কয়েকটি সহজ উপায় আছে। কোনো মেকানিকের কাছে নিতে হবে না, নিজেই কাজটি করতে পারবেন। জেনে নিন উপায়-
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন: যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন। ব্যাকগ্রাউন্ডে চলা অনেক অ্যাপ ফোনের মেমরি এবং প্রসেসরের লোড বাড়িয়ে দেয়।
ক্যাশে পরিষ্কার করুন: আপনার ফোনের অ্যাপগুলোর ক্যাশে এবং ডাটা সাফ করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন দ্রুত কাজ করবে।
অটোমেটিক আপডেটগুলো বন্ধ রাখুন: অ্যাপগুলোর অটোমেটিক আপডেটগুলো বন্ধ করুন। এতে ফোনে ডাটা সাশ্রয় হবে এবং ব্যাটারিও কম খরচ হবে।
ভাইরাস স্ক্যান: একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনার ফোন স্ক্যান করুন। এটা সম্ভব যে আপনার ফোনে একটি ভাইরাস আছে যা ফোনের গতি কমিয়ে দিচ্ছে।
ফোন ফ্যাক্টরি রিসেট: আপনি আপনার ফোন ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। তবে এটি করার আগে অবশ্যই আপনার ফোনের ডাটা ব্যাকআপ নিন।
মেমোরি কার্ড রিমুভ: আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে তা সরিয়ে দেখে নিন ফোন ঠিকমতো কাজ করছে কি না। অনেক সময় মেমরি কার্ডের কারণেও ফোন হ্যাং হতে পারে।
সফটওয়্যার আপডেট: আপনার ফোনের সফটওয়্যার সবসময় আপডেট রাখুন। সফটওয়্যার আপডেটে প্রায়ই বাগ ফিক্স এবং পারফরম্যান্সের উন্নতি থাকে।
ফোন ঠান্ডা রাখুন: ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোন যেন বেশি গরম না হয়। খুব গরম হলেই ফোন হ্যাং হতে থাকে। সূত্র: মেক ইউজ অব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com