সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প-সংস্কৃতি, তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি এবং ষড়ঋতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী। প্রতিষ্ঠানটির বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার রাতে একাডেমীর অডিটরিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর পিরোজপুর জেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক খায়রুল বাশার শামীম। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশীয় সংস্কৃতি ধ্বংস করা হয়েছিল। তারা দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করে বিদেশী ও পার্শবর্তী দেশের সংস্কৃতির প্রচলন করা হয়েছিল। তাই দেশীয় সংস্কৃতি রক্ষায় তৃণমূল থেকে শিল্পীদের তুলে আনার জন্য আহবান জানান বক্তারা। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু সহ বিভিন্ন বয়সের শিল্পীরা দেশীয় গান ও নৃত্য পরিবেশন করে।