সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

রাঙ্গামাটিতে একদফা দাবির বাস্তবায়নে নার্সদের কর্মবিরতি

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙ্গামাটিতেও মঙ্গলবার(৮ অক্টোবর) এবং বুধবার(৯ অক্টোবর) এই দুই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সরা। আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এক দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক। মঙ্গলবার(৮ অক্টোবর) এবং বুধবার(৯ অক্টোবর) এই দুই দিন সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালনে নেতৃত্ব দিয়েছেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাঙ্গামাটি জেলার আহবায়ক শুভ্রারানী বড়ুয়া, সংগঠনটির সদস্য সচিব মিঠু তালুকদার, সদস্য সাধনা চাকমা, সুমিত্রা বড়ুয়া, শাহিদা আক্তার, পারভীন আক্তার, সাগরিকা চাকমা, রোকন, আব্দুল্লাহ প্রমুখ নার্স নেতৃবৃন্দ। আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা। তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এতে বিক্ষুব্ধ হয়ে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দরা। তারা জানান, মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সব নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ। অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এ অবস্থায় আমাদের কেন্দ্র থেকে ঘোষিত এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(৮ অক্টোবর) এবং বুধবার(৯ অক্টোবর) এই দুই দিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে। তাদের এক দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানিয়ে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ বলেন, অন্যথায় কেন্দ্র ঘোষিত কঠোর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা পূর্বক সকল আন্দোলন কর্মসূচী রাঙ্গামাটিতেও সর্বাত্মকভাবে পালন করা হবে। এদিকে, কর্মবিরতি চলাকালীন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত রয়েছে। জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটিসহ অন্যান্য ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com