ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৯৯ টি মন্দিরে শুরু হয়েছে দূর্গা পূজা। ৯ সেপ্টম্বর বুধবার সকালে দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা। উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, গত বছর ৯৮ টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়, এবার উপজেলা ব্যাপী ৯৯ টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। মন্দিরগুলোতে বুধবার সকাল ৮ টা ১ মিনিটে আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাক-ঢোল, শঙ্খ ও কাসার আওয়াজে মন্দির প্রাঙ্গন গুলো মুখরিত হয়ে উঠতে শুরু করে। কলাপাতায় ফলের পসরা, বাতাসা ও পুজার অন্যান্য সরঞ্জাম নিয়ে এ দিন সকালে পুরহিতরা মন্দিরে মন্দিরে ষষ্ঠী পুজা শুরু করেন। প্রায় ১ ঘন্টার পূজা শেষে উপস্থিত ভক্তের মধ্যে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয় ষষ্ঠী দিনের বোধন পূজা। ১৩ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দূর্গা পূজা। পৌর এলাকার থানাপাড়া কলেজপাড়া পুজা মন্দির কমিটির সভাপতি নয়ন দেবনাথ জানান , প্রতি বছরের মত এবারও আমাদের মন্দিরে দূর্গা পূজা পালিত হচ্ছে। আমারা এরই মাঝে পূজার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছি। আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান, পূজার নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি মন্দিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজা নির্বঘœ করার জন্য আমরা সার্বক্ষনিক মন্দিরগুলোতে খোজ খবর রাখছি। এছাড়া সেনাবাহিনীও কাজ করছে। আশা করছেন নির্বিঘেœ হিন্দু ধর্ম অবলম্বীদের বড় এ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে।