শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

বজ্রপাত ঠেকাতে হিলিতে স্কাউট দলের তালবীজ রোপণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দিনাজপুরের হিলির বিভিন্ন গ্রাম্য সড়কে তাল বীজ রোপন করছে হিলি ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের স্কাউট দল। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম থেকে পাইকপাড়া ও কাকড়াবলী গ্রামের ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় ১০ থেকে ১২ হাত ফাঁকা করে ৬০০টি তাল বীজ রোপন করে তারা। হিলি ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের সহকারী ক্রীড়া শিক্ষক আব্দুল্লা আল মামুন বলেন, বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষার্থে এবং মৃত্যুর ঝুঁকি কমাতে আজ আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। যতদিন যাচ্ছে ততই তালগাছ বিলুপ্তের পথে। এক সময় শহর সহ গ্রামের রাস্তা-ঘাট এবং বিভিন্ন স্থানে তাল গাছ চোখে পড়তো। বর্তমান তেমন আর চোখে পড়ে না। বজ্রপাত এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাল গাছ এক বড় ভুমিকা রাখে। এছাড়াও তাল গাছের ফল ও রস বাঙ্গালির প্রিয় খাবার এবং তাল গাছের কাট দিয়ে মজবুত আসবাবপত্র তৈরি হয়। মুলত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত ঠেকাতে আজ আমাদের এই উদ্যোগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com