বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ শ্রীমঙ্গলে লাগামহীন সবজির বাজারে সাধারণ মানুষ দিশেহারা আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা সীমান্তবর্তী পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নতুন করে টিবিসির পণ্য বিক্রির কার্যক্রম শুরু জননী প্রকল্পের মাধ্যমে পীরগাছা উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা মৌলভীবাজারে শিক্ষকের মুক্তি দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা বজ্রপাত ঠেকাতে হিলিতে স্কাউট দলের তালবীজ রোপণ দেবী বোধনের মধ্য দিয়ে শুরু দূর্গা পূজার আনুষ্ঠানিকতা ৯৯ মন্দিরে হিন্দুধর্মলম্বীদের পূজা শুরু

মৌলভীবাজারে শিক্ষকের মুক্তি দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অতিথি শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে দায়েরী মিথ্যামামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায়। মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল মান্নান, মো. জিসানুর রহমান, মো. শামসুল ইসলাম, মিমি আক্তার, সুচিত্রা মালাকার, মো. হানিফ, সৃজনী দেব, মো. তানজিম আহমদ, শিক্ষক আব্দুস সালামের ভাই আব্দুল কামাল ও পিতা আব্দুল আলীম। শিক্ষার্থীরা বলেন- আমাদের স্যার দীর্ঘ ৭ মাস যাবৎ মিথ্যামামলায় কারাবন্দী রয়েছেন। তিনি শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়ে, ভাই-বোনের মতো দেখতেন। আমাদের প্রিয় এ শিক্ষককে নারী সংক্রান্ত মিথ্যামামলায় গ্রেফতার করে মানসম্মান নষ্ট করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে অনেক মেয়ে শিক্ষার্থী আছেন। আজ পর্যন্ত এ স্যারের বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। আমরা আমাদের নিরপরাধ স্যারের বিরুদ্ধে দায়েরী মিথ্যামামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবী করছি। শিক্ষার্থীরা আরও বলেন- যদি এ মিথ্যামামলা প্রত্যাহার করে আমাদের স্যারকে মুক্ত করা না হয়, তাহলে পরবর্তীতে জেলা শহরের সকল শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বলেন- আমাদের স্কুল এন্ড কলেজের অতিথি শিক্ষক আব্দুস সালাম মিথ্যামামলায় গ্রেফতার ও কারাবন্দী রয়েছেন। তিনি এ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে এ স্কুল এন্ড কলেজের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থী ও শিক্ষকতা এ দুটোতেই ওনার চলাফেরা, সামাজিক কর্মকা- আমাদের ভালো লেগেছে। আশাকরি মিথ্যামামলা প্রত্যাহার ও কারামুক্ত হয়ে তিনি আবারো নিজ পেশাগত দায়িত্বে ফিরে আসবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com