শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে উপহার স্বরূপ ২০ টি মন্দিরের প্রায় ২ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বুধবার (৯ অক্টোবর) বিকালে বোরহানউদ্দিন বাজার কেন্দ্রীয় মন্দিরে ভোলা ২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে এ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক লিটন চন্দ্র রক্ষিতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,স্বৈরাশাসক সরকারের প্রধান শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়েছে। কিন্তু এখন তার ধান্দাবাজ নেতাকর্মীদের রেখে গেছেন। এদের বিষয় সতর্ক থাকতে হবে। দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি ম-পে ম-পে গিয়ে খোঁজ খবর রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। তিনি বলেন, আজ হাজার কিলোমিটার দূরে সেই শুধু সুদূর লন্ডনে থেকেও দেশ নায়ক তারেক রহমানের অন্তর এই বাংলার সাধারণ জনগণের জন্য কাঁদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিএনপি নেতাকর্মীরা দেশের শান্তির রক্ষার্থে কাজ করে যাব। বিএনপি সর্বদাই অসাম্প্রদায়িক চেতনার দল, যে দল কখনো মানুষে মানুষে ভেদাভেদ করে না। তিনি আরো বলেন, দুর্গাপূজায় মন্দিরের নিরাপত্তায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা আছে এবং সব সময় থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গু-াবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ বশির আহমেদ,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দে সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।