দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মন্দির-ম-পে শেষ হয়েছে দুর্গাপূজার শাস্ত্রীয় সব পূজা অর্চনা। এবছর নবমী-দশমী তিথি একসাথে হওয়ায় একইদিনে শেষ হলো দুর্গাপূজার মূল আয়োজন। আজ রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দোলায় চড়ে মর্ত্যলোকে এসেছিলেন মহামায়া দেবী দুর্গা। ঘোটকে চড়ে এবার ফিরে যাচ্ছেন কৈলাসে। দেবীকে বিদায় দিতে সম্পন্ন করা হয় দুর্গাপূজার দশমীর শাস্ত্রীয় সকল পূজা।
গতকাল শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টা ১০ মিনিটে শুরু হয় মহানবমী পূজা। এরপরই ৮টা ২৬ মিনিটে শুরু হয় দশমীর বিহিত পূজা। পঞ্জিকা ও শাস্ত্রের নিয়ম অনুযায়ী, এবছর নবমী ও দশমী তিথিও পড়েছে এক সাথে। তাই একই দিনে নবমী ও দশমীর পুষ্পাঞ্জলি দিয়েছেন ভক্তরা।
দশমীতে দেবীর দর্পন বিসর্জনের পরই দেবীকে বিদায়ের প্রস্তুতি নেয়া হয় মন্দির-ম-পে। তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঘট বিসর্জন হবে রোববার। রাজধানীর মূল ম-প ও মন্দিরগুলোতে রোববার দেবীর ঘট বিসর্জন হবে। তার পরই হবে সিঁদুর খেলা ও প্রতীমা বিসর্জন।