শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

দল ক্ষমতায় নেই অথচ বলদিয়া ইউনিয়নের মধ্যে সন্ত্রাসের কায়েম করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে সাবেক চেয়ারম্যানের আপন ভাই মোঃ মিজানের বিরুদ্ধে। কথায় আছে, জোর যার মুল্লুক তার, আর সেই শ্লোগান নিয়ে স্বরূপকাঠি উপজেলার মধ্যে ১নং বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানে ভাই মোঃ মিজান গায়ের জোরে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠছে। সরেজমিনে যাওয়া জেলার ও উপজেলার বহু গণ মাধ্যম কর্মীরা সরাসরি সঠিক তথ্য উদঘাটন করার জন্য হাজির হন বলদিয়া ইউনিয়নের মধ্যে ।ভুক্তভোগীরা গণ মাধ্যম কর্মীদের বলেন আমার বৈধ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতার দাপট ও পেশীশক্তিকে পুঁজি করে ধরাকে সরা জ্ঞান করে যাচ্ছেন। আর সেই কঠিন মিশনে রয়েছে সাবেক চেয়ারম্যানের আপন ভাই মোঃ মিজান।সাংবাদিকদের কান্নারত ভাষায় বলেন, আমি আমারা আইনের শাসন চাই। আইনের প্রতিষ্ঠার বাস্তবায়ন হোক হত দরিদ্র মানুষের পাশাপাশি সকল মানুষের জন্য। আমরা জিম্মি হয়ে পড়েছি পেশীশক্তির কাছে। প্রশাসনের পাশাপাশি আমরা আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানালাম। এব্যাপারে এলাকার বেশির ভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের কাছে বলেন, আমাদের বলদিয়া ইউনিয়নের মধ্যে এঘটনার সূত্রপাত। গায়ের জোরে এবং ক্ষমতার দাপট দেখিয়ে বেআইনী ভাবে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠছে। বেআইনী ভাবে কাজকর্ম করার মিশনে চেয়ারম্যানের আপন ভাই মোঃ মিজান। অথচ সম্পত্তির বৈধ মালিক আমরা।এলাকার বেশীরভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন, মৃত আশ্রাফ বালির ছেলে মোঃ সেলিম বালি সহ মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ ইসরাফিল, শাহ আলমের ছেলে মোঃ আলী আকবর, মৃত চান মিয়ার ছেলে মোঃ সাইদুল, মৃত্যু হাবিবুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন, মৃত্যু আফসার মিয়ার ছেলে মোঃ রাজ্জাক, মৃত্যু মফেল উদ্দিনের ছেলে মোঃ আবদুল হামিদ, মৃত্যু হেলাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম, মৃত্যু নূরুল হকের ছেলে মোঃ জাফর আহমেদ, মৃত্যু আজিজের ছেলে মোঃ লুৎফুর মিয়া ও মৃত্যু আহমেদ আলীর ছেলে মোঃ হারুন অর রশিদ গংরা। অথচ বৈধ সম্পত্তির মালিক হওয়ার পরও সাবেক চেয়ারম্যানের আপন ভাই মোঃ মিজান গায়ের জোরে সম্পত্তি দখলের দুঃসাহস দেখায়। এব্যাপারে বৈধ সম্পত্তির বৈধ মালিক মোঃ সেলিম সহ মোঃ ইসরাফিল, আলী আকবর, মোঃ সাইদুল, মোঃ করির,মোঃ রাজ্জাক, আবদুল হামিদ, আবুল কালাম, জাফর আহমেদ, লুৎফর আহমেদ, ও হারুন অর রশীদ গণ মাধ্যম কর্মীদের বলেন, আমরা এক ধরনের জিম্মি চেয়ারম্যানের ভাই মোঃ মিজানের কাছে। আইনের শাসন পাচ্ছি না। গায়ের জোরে আমাদের বঞ্চিত করার মিশনে রয়েছে সাবেক চেয়ারম্যানের ভাই মোঃ মিজান। আমরা বৈধ অধিকার চাই। পাশাপাশি ভূমি খোর মিজানের কঠিন শাস্তির দাবি জানান। তবে ভূমি খোর মিজান উপস্থিত গণ মাধ্যম কর্মীদের সুকৌশলে হুমকি দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী কথা হয় সাবেক চেয়ারম্যানের আপন ভাই মোঃ মিজানের সাথে। তিনি সাংবাদিকদের প্রশ্নের সঠিক জবাব দিতে হিমসিম খেয়েছে। কৌশল অবলম্বন করে বিভিন্ন খাতে কথা বলার চেষ্টা করেন। তবে কোন এক পর্যায়ে মুখ ফসকে আসল কথা বের হয়ে আসে। এলাকার বেশির ভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন সাবেক চেয়ারম্যানের ভাই মোঃ মিজানের কাছে পণবন্দী বৈধ সম্পত্তির মালিক মোঃ সেলিম গংরা।সুশীল সমাজের লোকজন মনে করেন, সম্পত্তির বৈধ অধিকার ফিরিয়ে না দিলে গ্রামের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হতে পারে। পাশাপাশি হত্যারও আশংকা প্রকাশ করেন। এদিকে স্থানীয় প্রশাসনের সাথে কথা হয়। প্রশাসন সমগ্র বিষয়টি নিয়ে কমবেশি অবগত রয়েছে। শান্তি শৃঙ্খলার জন্য উভয়ের মধ্যে শান্তির পরিবেশ তৈরী হোক। আর সেই প্রত্যাশা সর্ব মহলের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com