মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে সরকারের আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: রিজভী জনপ্রশাসনে সংস্কারে নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর আইনের তাগিদ এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার অবসরের বয়স ৬৫ বছর চান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা: মুহাম্মদ মাহবুবুর রহমান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশের ব্যাখ্যা দিলেন আবদুল মুয়ীদ বাবা সিদ্দিককে গুলি করার পরই পুলিশকে মরিচের গুঁড়া ছোড়েন বন্দুকধারীরা তিন সংসদ নির্বাচনের অনিয়ম চিহ্নিত করবে সংস্কার কমিশন: বদিউল আলম মজুমদার নোয়াখালীতে গ্রেপ্তার তিনজন সমন্বয়ক নন, আন্দোলনেও ছিলেন না: সারজিস আলম

হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর হাতকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাসন সংলগ্ন বাজারে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন করা হয়েছে। মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভোলা পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদিকা গোলেনুর বেগম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি’র সমর্থিত শিক্ষক সমিতির প্রতিনিধি শিক্ষক মোঃ আল আমিন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শেখ ফরিদ। হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ জুয়েল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ফিটার, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হাসান, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ও হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব পরিচালনার অন্যতম সদস্য মোঃ মিরাজ, মোঃ জুয়েল, মোঃ রাকিব এবং মোহাম্মদ আলী সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী। অতিথিরা তাদের বক্তব্যে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের আগামী দিন গুলোর জন্য শুভকামনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের বিপরীতে আওয়ামী সন্ত্রাসীরা যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে। আওয়ামী লীগের নামধারী কিছু সুশীল নেতা তাদের মাদক ব্যবসাকে রমরমা ভাবে পরিচালনা করার জন্য খেলাধুলার বিপরীতে ছেলেমেয়েদের হাতে মাদক ধরিয়ে দেয়। ৫ অগাস্ট দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করার আর কোনো সুযোগ নেই। তাই তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক ছেড়ে সকলকে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে মনোযোগী হতে হবে। আমরা আশা করি হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের মাধ্যমে মদনপুর ইউনিয়নে খেলাধুলার বিস্তার ঘটবে এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের হাতকে আরও শক্তিশালী করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com