শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

সাকিবের দেশে ফিরতে বাধা নেই

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সাকিব আল হাসানের দেশে আসার ক্ষেত্রে বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের ইনভল্ভমেন্ট ছিল। উনি উনার পোস্টে ক্লিয়ারেন্স দিয়েছেন। একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশের নাগরিক। তার দেশে আসায় কোনো বাধা আমি দেখি না।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরের দেয়ালে সাকিব বিরোধী বিভিন্ন দেয়াল-লিখন নিয়ে তিনি বলেন, ‘যে দেয়াল লিখন হয়েছে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটা আসলে ইমোশনের ব্যাপার। গণতান্ত্রিক দেশে সাংবিধানিকভাবে তাদেরও ওই রাইটস আছে। তবে আমরা কারও নিরাপত্তা যাতে হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে তাহলে সেটা আইনের পথেই চলবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত।’
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আগের একটি বক্তব্য উদ্ধৃত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সংশ্লিষ্টতা না থাকলে যে হত্যা মামলা হয়েছে, সেখান থেকে নাম (সাকিবের) বাদ পড়ে যাবে।’
আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টটাই হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। ভারতে কানপুর টেস্টের আগেই তিনি ঘোষণা দিয়েছেন, এই ম্যাচটা খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান।
এর আগে গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ছাত্র আন্দোলনে সরব থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন সাকিব। যেখানে নিজের রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যা দেন তিনি। পাশাপাশি কথা বলেন শেষ ম্যাচ খেলা নিয়েও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com