নীলফামারীর জলঢাকায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নজরুল ইসলাম গং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাকিব ইসলাম নামে এক ভুক্তভোগী পরিবার। ১৩ অক্টোবর (রোববার) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন গোলনা ইউনিয়নের তালুক গোলনা ভীমের ধাপ এলাকার কপিল উদ্দিনের ছেলে ভুক্তভোগী সাকিব ইসলাম। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদেরকে বলেন প্রতিবেশী নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছে। গত ১১ অক্টোবর নজরুল ইসলাম, আমির উদ্দীন, শফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আলিফ নুর, অপেয়া বেগম, জুয়েল ইসলাম, শাহা আলম, আলম হোসেন, ফেন্সি বেগম ব্যাক্তিগণ তার বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বসতবাড়িতে ভাংচুর, লুটপাট করে অগ্নিসংযোগ ঘটায়। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিগত সময়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা অব্যাহত রেখেছে। তার বাবার পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি যেকোন সময় জবরদখল করতে পারে বলে সাকিব সহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, নজরুল ইসলাম গংদের আক্রমনে আমি সহ পরিবারের সবাই গুরুতর আহত হয়ে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছি। বর্তমানে সংবাদ সম্মেলনে এসব কর্মকান্ডের ন্যায় বিচারের দাবি জানিয়েছে সাকিব ইসলামের পরিবার। তিনি গত ১২ অক্টোবর ২০২৪ইং তারিখে জলঢাকা থানায় নজরুল ইসলাম সহ ১০ জন ও অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা করায় আসামিরা বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে সাকিব ইসলাম।