মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ২৩ কেজি ইলিশ উদ্ধার করা হয়। তবে কোন জেলে আটক হয়নি। মঙ্গলবার(১৫ অক্টোবর) ভোর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত অভিযার চালিয়ে ৬০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করা হয়। এছাড়া মাছ উদ্ধার করা হয় ২৩ কেজি।
পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, একাধিক টিম অভিযান চালাচ্ছে। বুধবারের অভিযান চলমান আছে। মঙ্গলবার রাত পর্যন্ত ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংন করা হয়েছে। উদ্ধারকৃত ২৩ কেজি মাছ ২ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।