বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো সরকার পেলো অঞ্চলটির জনগণ। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে আব্দুল্লাহ ও তার দলের আরও আট সংসদ সদস্যও শপথবাক্য পাঠ করেছেন আজ। এ নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এবারের বিধানসভার নির্বাচনের আগে আব্দুল্লাহর সঙ্গে কংগ্রেসের জোট ছিল, তবে নির্বাচনের আগে জোট থেকে বের হয়ে আসেন তিনি। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আবদুল্লাহকে একটি মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তা তিনি গ্রহণ করেননি। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে রয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান তারিক হামিদ কাররা সংবাদসংস্থাকে বলেন, ‘এই মুহূর্তে কংগ্রেস কাশ্মীর সরকারে থাকছে না। কেন্দ্রের কাছে একাধিকবার কংগ্রেস কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসমক্ষে তা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লাহ। পরবর্তীতে তিনি বিরোধী দলনেতা ছিলেন দীর্ঘদিন। শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্ডিয়া জোটের শীর্ষ দল কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সমাজতান্ত্রিক অংশ থেকে অখিলেশ যাদব, ডিএমকে- এর কে কানিমোঝি সহ আরও অনেকে। ২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পর তা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এবার সেখানকার মসনদে বসলেন ওমর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com