শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

আবুল বাশার বেনাপোল
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি ফতুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার(৫৬)কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ টিম। আটক রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশের নিরাপত্তা স্বার্থে ও দেশ ছেড়ে কোন মামলার আসামি যাতে পালাতে না পারে সেজন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ভারতে যাবার কলে এপথে কাউকে সন্দেহজনক মনে হলে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ একজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, আটক রুস্তম খন্দকার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এপথে অপরাধীরা যাতে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা নজরদারি রাখছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com