রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

লালমনিরহাটের আদিতমারীতে স্বেচ্ছাসেবকদলের পথসভা, পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

গতবছরের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরার অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে পথসভা ও লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুরে দলটির আদিতমারী উপজেলা শাখার আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথির বক্তব্যে জিলানী বিগত সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি মানুষে মৌলিক অধিকারের জন্য ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করেছে, এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় ১০০০ নেতাকর্মীকে গুম হয়েছে । মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৮০ বছর বয়সে মিথ্যা মামলায় সাত বছর কারাবরণ করতে হয়েছে। ৪০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এক কাপড়ে। দেশ ত্যাগে চাপ দেওয়া হয়েছে। তবুও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েন নি। একেরপরএক মিথ্যা, ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। নির্যাতন, নিপীড়ন করা হয়েছে তবুও মানুষের অধিকার আদায়ে রাজপথ ছাড়েনি দলের নেতাকর্মীরা। তিনি বলেন, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাতা করতে গিয়ে দেশনায়ক তারেক রহমানকে ষড়যন্ত্র শিকার হতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশের মাটিতে থাকতে বাধ্য করেছে শেখ হাসনা। তিনি আরো বলেন, বিগত ১৭ টি বছরে ধরে আওয়ামিলীগ দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে আসছে, আমরা দেখেছি শাপলা চত্তরে কিভাবে হাজার হাজর মাদরাসার ছাত্রদের উপর গুলি করে হত্যা কারা হয়েছিল।আওয়ামীলীগের নির্যাতন, নিপীড়ন সহ্য করেও আন্দোলন চালিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। বিগত ১৭ বছর মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তারা, তারই বিস্ফোরণ হয়েছে ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার পতনের মাধ্যমে। পথসভা শেষে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপজেলার বালাপুকুর, সাকোয়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন। এসময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান (আশরাফ), আদিতমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার আলম রনি, সদস্য সচিব আসাদুল হাবিব মানিক, সাপ্টিবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com