ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সাত্তার বলেছেন, ফ্যাসিস্ট দুঃশাসনের ১৬ বছর শীর্ষক কার্টুন প্রদর্শনীর প্রতিটি কার্টুনই অর্থবহ। প্রতিটি কার্টুনে ফ্যাসিজমের বিরুদ্ধে ঘৃণা ও দ্রোহের প্রকাশ ঘটেছে।
তিনি গত ১৯ অক্টোবর জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রবীণ-নবীন ১১ জন কার্টুনিস্টের ১২ দিন ব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের উপ-কীপার নাছির উদ্দিন আহমেদ খান, কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, অধ্যাপক ড. রবিউল আলম. ড. মোস্তফা মনোয়ার, আবেদুর রহমান, মাহবুব মুকুল, মাহফুজুর রহমান কচি প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোফাচ্ছির আহমেদ ফয়েজী। এ প্রদর্শনীতে দেশখ্যাত কার্টুনিস্ট আসিফুল হুদা, ইব্রাহিম মন্ডল, মেহেদী হক, খলিল রহমান, জাহিদ হোসেন বেনু, মোরশেদ মিশু, অপু, কে মাহমুদ, বিপ্লব,তন্ময় ও আমিনুল ইসলামের কার্টুন প্রদর্শিত হয়েছে।