গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমান করা হয়েছে। রবিবার দুপুরে কালীগঞ্জ পৌর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, রবিবার দুপুরে কালীগঞ্জ পৌর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধরায় মেসার্স মামুন ষ্টোরের মালিক মামুন(৪০)কে, মেসার্স কামাল মুরগী ভান্ডারের মালিক কামাল(৫০)কে ও গৌতম বণিক(৪৮) ৩ জনকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।