চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে ৩টি স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মো: মেজবাহ উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: হাসানুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ম-ল, জামেলা মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।