বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

“পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ। বক্তব্য রাখেন, সমাজসেবক, শিক্ষানুরাগী আশরাফুজ্জামান বাদশা, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়। এসময় সহ-সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান, জুয়েব হোসাইন, আলাউর রহমান, রুবেল আহমদ, শামিম আহমদ, জুয়েল আহমদ, জামি আহমদ, আইয়ুব আলী, রিপন আহমদ, ইমরান আহমদ তালুকদার, রমজান মিয়া, কাহার মিয়া, ফয়ছল আহমদ, জাকারিয়া হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনহারের বিদেশ যাত্র উপলক্ষে তাকে এক সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে সড়ক দুর্ঘনা রোধে নিরাপদ সড়ক চাই (নিচসা) আন্তরিকভাবে কাজ করছে। সেই সাথে এলাকায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com