বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব নিয়ে অস্থিরতা। ক্রিকেট পাড়াতে গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন স্পিনার তাইজুল ইসলাম। জানালেন, দেশকে নেতৃত্ব দিতে পুরো প্রস্তুত তিনি।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তের। ব্যাট হাতে ব্যর্থ, দলকেও এনে দিতে পারছেন না কাঙ্ক্ষিত সাফল্য। সব মিলিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি।
চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও আসেনি ভালো ফল। মিরপুর টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা, হেরেছে ৭ উইকেট। এমতাবস্থায় হঠাৎ গুঞ্জন ওঠে, নেতৃত্ব ছাড়ছেন নাজমুল শান্ত।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই পদত্যাগ করবেন শান্ত। এরপর থেকেই মূলত আলোচনায়, কে হবেন টাইগারদের নয়া অধিনায়ক।
এবার নিজে থেকেই দায়িত্ব নিতে ইচ্ছা প্রকাশ করলেন তাইজুল ইসলাম। দারুণ ছন্দে থাকা এই স্পিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনেই জানালেন, এই গুরু দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ সোমবার গণমাধ্যমের সাথে কথা বলেন তাইজুল ইসলাম। সেখানেই জানান এই ইচ্ছের কথা। সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে জানতে চাওয়া হয়, বিসিবি আপনাকে টেস্ট দলের দায়িত্ব দিতে চাইলে আপনি কতটুকু তৈরি আছেন? হাসিমুখে তাইজুলের উত্তর, ‘যেহেতু ১০ বছর খেলছি, তো পুরোটাই তৈরি।’
অধিনায়কত্ব নিতে চাওয়া তাইজুলের বাংলাদেশের ড্রেসিংরুমে কতটা ভূমিকা থাকে- এই নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কিভাবে সেটআপ করব- এই হেল্পগুলো আমি কখনো কখনো করে থাকি।’
এদিকে নিজে অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করলেও তাইজুল জানেন না শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার খবর। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আপনারা শুনে থাকতে পারেন, তবে আমি এখনো বিষয়টি শুনিনি। এটা আমার পার্টও না, এ বিষয়ে জানি না।’ টিম মিটিংয়ে অধিনায়ক কে হবে এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তাইজুল বলেন, ‘অধিনায়ক কে হবে এমন কোনো টিম মিটিং হয়নি। আমি জানিই না এই বিষয়ে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com