শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

রবিউল ইসলাম সাতক্ষীরা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সদর নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর প্রমুখ। সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকেই মূলত দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়েনেওয়া হয়। পরে সন্ধা থেকে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরনে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com