নড়াইলে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নড়াইল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। জেলা জামায়াতের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মো: জাকির হোসেন বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। অধ্যক্ষ মাকুসুদ হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারণকবি বিশিষ্ট জারিশিল্পী অধ্যক্ষ রওশন আলী, কবি পরিষদের সেক্রেটারি মো: আব্দুর রহমান, জামায়াত নেতা মো: আইয়ুব হোসেন, মধুমতি সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি মাওলানা মো: হাফিজুর রহমান, সেক্রেটারি মো: হাদিউজ্জামান, বিজয়গীতি শিল্পী মৃতুঞ্জয় রায়, পুলক কুমার ঘোষ প্রমূখ। মতবিনিময় সভাটি জেলার কবি, সাহিত্যিক, শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে। এদেশের সুষ্ঠু ধারার কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের কল্যাণে কাজ করতে চায় জামায়াতে ইসলামী। নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বাঁধার সৃষ্টি করবে তাদের বিপক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দেন উপস্থিত শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা।