বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

ভয়ভীতি ও হয়রানির অভিযোগে আখিনুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফকির মতি কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রতারণা সহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে তথাকথিত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আখিনুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন কেওয়ারজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া। গতকাল দুপুরে জেলা পাবলিক লাইব্রেরীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট জসিম উদ্দিন রুবেল, এ্যডভোকেট সারোয়ার আলম, বৈরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফতাব উদ্দিন ভূঁইয়া জানান, আমি মিঠামইন উপজেলার বিএনপির বাইস সহ-সভাপতি ও কেওয়ারজুর ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার কারণে মোঃ বিল্লাল ভূঞার আপন ছোট ভাই কামালের স্ত্রীকে দিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নামে এলাকায় জনগণের কাছে মিথ্যাচার রটনা করছে। আমার এলাকায় কেওয়ারজোড় ভরাহাটি হিন্দু সম্প্রদায়িক গ্রাম ঐ এলাকায় একটি সেচ প্রকল্প রয়েছে। ঐ প্রকল্পটি আখিনুর একক ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার লোকজন হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ভয় ভিতি দেখাচ্ছে। সেচ প্রকল্প পাওয়ার জন্য বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। সেই সাথে কোন সময় আখিনুর ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রাণে মেরে ফেলতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com