শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

‘গল্পে গল্পে রাসূল কে জানি‘ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ছোট্ট সোনামনিদের জন্য প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে রাসূল সা. এর জীবন নিয়ে অনলাইন ভিত্তিক গল্প বলার প্রতিযোগিতা ‘গল্পে গল্পে রাসূল কে জানি’র পুরষ্কার বিতরণী গত ৩০ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় কিডস ক্রিয়েশন টিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠিত হয়।
কিডস ক্রিয়েশন টিভির সিইও সংবাদপাঠক ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসাইন খান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সওয়াব‘ এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কিডস ক্রিয়েশন টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান হাবীব খান।
প্রধান অতিথি কিডস ক্রিয়েশন টিভিকে শিশুদের মধ্য থেকে, শিশুদের দিয়ে, শিশুদের জন্য করে গড়ে তোলার পরামর্শ দেন। অন্যান্য অতিথিরা কিডস ক্রিয়েশান টিভি’র অব্যাহত সাফল্য কামনা করেন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শেকড় সন্ধানী সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে সুন্দর গতিশীল অনুষ্ঠান নির্মানের আহ্বান জানান।
অনুষ্ঠানে গান পরিবেশন করে শিশুশিল্পী মাহজুবা মুহান্নি ইজাফা ও তাসনীম ফারহান মাহীর।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চট্টগ্রামের মেহরীমা বিনতে ফারুক, ২য় হয়েছে খুলনার মো: হাসান আল বান্না, ৩য় হয়েছে ঢাকার আজরাফ তাসকিস সাদী ,৪র্থ হয়েছে চট্টগ্রামের আব্দুল্লাহ আরীজ ও ৫ম হয়েছে ঢাকার মাহিরা মাহজুবা নুশরা।
অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক ড. আবু সাঈদ মিয়া,পারাবার সহকারী পরিচালক ইরফান মাহমুদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অনলাইন প্রধান হাবিবুল্লাহ শিকদার, ব্রডকাস্ট এক্সিকিউটিভ মিরাদুল মুনীম, অ্যাকাউন্টস অফিসার হাবীবুর রহমান শামীম, প্রডিউসার মাজেদুর হাসু, থ্রীডি ইনচার্জ মিজানুর রহমান,আইটি ইউনুস ফারাবী এবং অন্যন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com