মাদার অফ ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত ১১ টি মামলা উচ্চ আদালত কতৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে অব্যহতি প্রদান করায় এবং তার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের উদ্যোগে তার পাঠানপারাস্থ নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ছাড়াও এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম আরিফ, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি জয়নাল আবেদিন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়, আমির হোসেন সবুজ তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম,এ মতিন, নেতাজি হোসেন মনসুর, সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস, জেলা বিএনপির সাবেক সভাপতি তাহাজ্জত হোসেন, প্রয়াত সংসদ সদস্য মির্জা মুরাদুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মানিক সহ বিএনপির প্রয়াত সকল স্তরের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও তিনি বলেন, অনেকেই বলে থাকেন শাহজাদপুরে দলের মধ্যে দ্বিধা বিভক্তি আছে কিন্তু বলছি দলের মধ্যে কোন দ্বিধা বিভক্তি নেই। অভিমান থাকতে পারে কিন্তু দলের স্বার্থে, উন্নয়নের স্বার্থে অভিমান ভুলে গিয়ে সবাই একসাথে কাজ আমারও যদি কোন আচরণে ভুলভ্রান্তি থেকে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করছি। পরে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।