বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

আবু সাঈদ বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সোমবার দুপুরে টিএমএস পাবলিক স্কুল এন্ড কলেজ জয়পুরপাড়া এর শিক্ষার্থীরা নির্মান কাজ বন্ধের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে। বগুড়া পৌরসভার এর উদ্যোগে কসাইখানা নির্মাণ করতে গিয়ে স্কুলের প্রধান ফটক যাতায়াতের ও রাস্তা বন্ধ করে দেয় স্থায়ীভাবে এই ইমারত তৈরির প্রতিবাদে শিক্ষার্থীদের এই সমাবেশ। শিক্ষার্থীদের দাবি তাদের চলাচলে স্কুলের প্রধান গেটে যাতায়াতের জন্য ফুটপাত এবং রাস্তা প্রয়োজন। বিগত ২০১৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই উক্ত রাস্তা স্কুলের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করে আসছে। হঠাৎ করেই পৌরসভার উদ্যোগে কসাইখানা নির্মাণের ফলে উক্ত রাস্তা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস.এম জামসেদ আলী বলেন, স্কুলটি স্থাপিত হওয়ার পর থেকেই উক্ত রাস্তাটি বাস চলাচলে ও শিক্ষার্থীরা যাতায়াতের জন্য ব্যবহার করে আসছে। বর্তমানে প্রায় দুইহাজার ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। তাদের ও তাদের অভিভাবক দের দাবীর প্রেক্ষিতে উক্ত রাস্তা ছেড়ে রাস্তা নির্মানের জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com