মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার চরাঞ্চলে শিমের বাম্পার ফলন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণ পূর্ব-পরিকল্পিত: ফখরুল সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় ব্যক্ত সেনাপ্রধানের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ঢাবির জগন্নাথ হল থেকে হিন্দু ছাত্রেদের ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল বিবিসির ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রিক্তা আক্তার বানু দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২২৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ ‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাইফস্টাইলে আনুন ৫ বদল

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

প্রত্যাহারের দাবীতে মানববন্ধন জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম নয়ন ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময় উপজেলা প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম অলিদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পল্লী কণ্ঠ প্রতিদিন এর প্রতিনিধি আশরাফ হোসেন রাজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা, দেওয়ানগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও ভোরের দর্পনের প্রতিনিধি আজাদ রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য অলিয়ার মীর, সকালের সময় প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য মোঃ ফয়জুর রহমান প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ২৮ আগষ্ট সোমবার সন্ধায় জামালপুরের কর্মস্থলে যান তিনি। বাড়ী ফেরার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না কাটির আওয়াজ শুনে তথ্য অনুসন্ধানে কাজে হাসপাতালে প্রবেশ করেন। প্রথমে জরুরি বিভাগে গেলে কোনো ডাক্তার খোজে পাওয়া পাননি। হাসপাতালের দোতালায় চিৎকার শুনে সেখানে গেলে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে দাবী করছেন। কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম সেখানে ভিডিও ধারন করেন এবং সংবাদ পরিবেশন করেন। এ ঘটনায় বকশীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুর রহমান সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং সাংবাদিক রফিকুলসহ তিন জনের নামে মামলা করেন। মানববন্ধনে বক্তাগণ সাংবাদিকদের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com