কেরানীগঞ্জে কৃষি জমিতে হামলা চালিয়ে ১০ লক্ষ টাকার অতি সাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মডেল থানার হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের লোকজন গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক পরিবারের মোঃ ইন্তাজ ও মোঃ মজিবর রহমান লিখিত বক্তব্যে বলেন, হযরতপুরের সীমান্তবর্তী গ্রাম বৌনাকান্দি এলাকায় আমাদের পাঁচ বিঘা কৃষি জমি রয়েছে। ওই জমিতে আমরা লাউয়ের চাষ করেছি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শাজাহান, আক্তার হোসেন ও মঞ্জু মিয়া আমাদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এছাড়াও জমিটি নিয়েও আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শাজাহান নিষেধাজ্ঞার তোয়াক্কাও করছে না। চাদার টাকা না দেওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের কৃষি জমিতে হামলা চাল হামলা চালিয়ে জমিতে থাকা লাউ গাছ উপরে উপড়ে ফেলে ও জমির উপর থাকা জমির উপর থাকা মাচা ভাঙচুর করে ফেলে। শীত মৌসুমকে সামনে রেখে এই ৫ বিঘা জমিতে শীতকালীন সবজি লাউ চাষ করেছিলাম। এই হামলায় আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। মোঃ শাজাহান আমাদের এই জমির পর্চা জাল করে নামজারি করে নেন। আমরা ওই জাল পর্চার বিষয়ে আদালতে মামলা করলে শাহজাহানের দুই বছর সাজা হয়। পরে এসে ওই মামলায় আপিল করে তিনি জামিনে বের হয়ে আসেন। জামিনে মুক্তি পাওয়ার পর শাহজাহান গংরা এখন নানা ভাবে আমাদের হুমকি দুমকি প্রদান করছেন।