শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
জুড়ীতে টিলা কাটার মহোৎসব ঝুঁকিতে ঘরবাড়ি কালীগঞ্জ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই চাঁদাবাজি ও টেন্ডারবাজি সমর্থন করে না রায়গঞ্জে ভূমিহীন সম্মেলন ও আলোচনা সভা বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মহাদেবপুরে কোটি টাকার চেক বিতরণ অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, তবুও হয়নি পাকা রাস্তা শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাবেক এমপি এম নাসের রহমানকে ফুলেল শুভেচ্ছা শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই চাঁদাবাজি ও টেন্ডারবাজি সমর্থন করে না

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

ফটিকছড়িতে জামায়াত-বিএনপি মারামারি ঘটনার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেছে জামাআত ইসলামী বাংলাদেশের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশন ফটিকছড়ি শাখা। বুধবার বিকালে জামায়াত ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ ও শ্রমিক কল্যাণ ফেড়ারেশন ফটিকছড়ির সভাপতি নাজিম উদ্দীন ইমু। লিখিত বক্তব্যে তারা বলেন, সাম্প্রতিক কিছু বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নামে কিছু মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো অন্যায়-অবিচারকে সমর্থন করে না। কোন ধরনের অপকর্মের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সেদিন সিএনজি চালক সমিতির পূর্ব কমিটির মেয়াদ শেষ হলে তারা ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের কমিটি নবায়ন করে। তাদের কার্যক্রম পরিচালনার জন্য কিছু তহবিলের প্রয়োজন হলে, নির্বাহী অফিসারের অনুমোদন নিয়ে তারা জনপ্রতি দশ টাকা করে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু স্থানীয় দুষ্কৃতিকারী মহল তাদের ওপর চাপ সৃষ্টি করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। আটক হওয়া শ্রমিকলীগ নেতা সরোয়ারকে থানা থেকে ছাড়িয়ে আনার বিষয়টি ভুয়া ও উদ্দ্যেশ্য প্রণোদিত। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ রকম নোংরা রাজনীতি কখনো করেনি, ভবিষ্যতেও করবেনা। সিএনজি চালক সমিতির নামে এতদিন যারা ফটিকছড়িতে চাঁদাবাজি করেছে সেই আওয়ামী দোসরদের বিতাড়িত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে জানান নাজিম উদ্দিন ইমু। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে “বিএনপির সংঘর্ষ হয়, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সোসাল মিডিয়ায় ও পত্র-পত্রিকায় যে অপপ্রচার চলছে তা সম্পূর্ণ-মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। আমরা শান্তির ফটিকছড়ি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। অতীতে যেভাবে একসঙ্গে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করেছি, ঠিক সেভাবেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় ফটিকছড়িতে সুরক্ষিত রাখতে চাই। আসুন, সব ভেদাভেদ ভুলে একটি সম্প্রীতির ফটিকছড়ি গড়ে তোলার শপথ গ্রহণ করি। সেদিনের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাহিত না করতে তিনি বন্ধু সংগঠনের প্রতি অনুরোধও জানান। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার আমির নাজিম উদ্দিন সিকদার, যুব বিভাগ সভাপতি নবীর হোসেন মাসুদ সমাজ সেবা সম্পাদক সিরাজুল হক ও অফিস সম্পাদক মুহাম্মদ জাফর উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com