রাজধানীর ১২ পুরানো পল্টন মোড় এল মল্লিক কমপ্লেক্স পার্কিং এর জায়গা দখল করে অবৈধ্যভাবে দাওয়াত নামে হোটেল নির্মানের প্রতিবাদে মানবনবন্ধন করেছে দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি।
গতকাল রোববার সকালে তারা এই মানববন্ধন করেন রাজধানীর পুরানো পল্টন মোড় এল মল্লিক কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি সভাপতি আলহাজ মাওলানা ইকরাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী কাজী মো: আনিচুর রহমান, সমিতির উপদেষ্টা মো: মজিবুর রহমান, আব্দুর রশিদ প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, রাজধানীর একটি গুরুত্বপূর্নস্থানে অবস্থিত এল মল্লিক কমপ্লেক্স। এই হোটেল বানালে যেকোন সময় বেইলি রোড়ের মতো অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। এছাড়া এই হোটেল বানানোর জন্য সিটি করপরেশেন, রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্বিসসহ কোন দপ্তরের অনুমতি নেওয়া হয় নি। এই অনুমোদনহীন হোটেল থেকে যদি অগ্নিকা-ের মতো কোন ঘটনা ঘটে তা হলে তার দায় কে নেবে এমন প্রশ্ন রেখেছেন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা।
তারা আরো জানান, ভবনের পার্কিংয়ের জায়গা দখল করে এই খাবারের দোকান থাকায় রাস্তায় তীব্র জানজট সৃষ্টি হয়। তাই ব্যবসায়ী সমিতির নেতারা অবৈধ্য হোটেল বন্ধ করে জনস্বার্থে পাকিংয়ের জায়গা দখলমুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।