জমকালো আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির র্যালি। রবিবার সকাল ১১টায় পটুয়াখালী পিডিএস মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নিউমার্কেট চত্বর শহরের প্রধান সড়ক হয়ে বনানী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিএনপির র্যালিতে আকর্ষন হিসেবে দলের সকল অঙ্গ সংগঠনের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অভিনয়ের ডিসপ্লে প্রতিযোগিতা করেন, তাছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে থাকে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের পালিয়ে স্বৈরাচার হাসিনা ও ছাত্র হত্যাকারি ডিবি হারুন কে গ্রেফতার করে জেলে হাজতের প্রদর্শনী। বিভিন্ন সাজসজ্জার মধ্যদিয়ে এদিনটিকে স্বরণ করে রাখবে পটুয়াখালী জেলা বিএনপি ওতার অঙ্গ সংগঠন গুলো। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু,এড. মজিবর রহমান টোটন, দেলোয়ার হোসেন খান নান্নু মিজানুর রহমান, থানা বিএনপির সভাপতি কাজি মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবু, সাধারণ সম্পাদক মনির মাহমুদ, মহিলা দলের সভাপতি আফরোজা সিমা, সাধারণ সম্পাদক ফারজানা রুমা মৎস্যজীবি দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক শাহআলম হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের থানা পৌর ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা।