বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দীন শিকদার বলেছেন, বাংলাদেশে আর কোন শ্রমিকদেরকে শোষণ করা চলবে না। শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ফিরিয়ে দিতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে সকল শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সকল সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে তাদেরকে রাজনীতি থেকে বিতড়িত করা হবে। শনিবার (৯ নভেম্বর) বিকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি শাখা কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই ৫৩ বছরে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা,ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে এর কারণ হচ্ছে তারা ছিল দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মানুষের সম্পদ লুণ্ঠনকারী। আগামীতে বাংলাদেশে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূরীভূত হবে। তিনি বলেন, জামায়াত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সৎ আদর্শ এবং যোগ্য, আমানতদার নেতা তৈরি করে। তারা যদি দেশের শাসন ক্ষমতা পাই দেশ হবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং লুণ্ঠন মুক্ত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি শাখার সভাপতি নাজিম উদ্দিন ইমুর সভাপতিতে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মাদ নূরুল আমিন। প্রধান বক্তা ছিলেন সহ-সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথিগণ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর,উপদেষ্টা মুহাম্মাদ ফজলুল করিম,সহ-সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম,সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দীন আজাদ, ফটিকছড়ি শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ নাজিম উদ্দীন শিকদার,উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ ইসমাইল গণি, ইউসুফ বিন সিরাজ, মুহাম্মদ আবদুর রহীম ও সংগঠনের সাধারণ সম্পাদক গাজী বেলাল উদ্দিন। জামায়াতের পাইন্দং ইউনিয়ন শাখার সেক্রেটারি এরশাদ উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুস, লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, আনোয়ারুল আজিম, শ্রমিক নেতা লোকমান চৌধুরী, ইব্রাহীম খলিল ও ওসমান গণি।