গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এই কর্মসূচীর আয়োজন করে। রোববার সকালে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) প্রাঙ্গনে র্যালির উদ্বোধন করেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের বাস টার্মিনাল হয়ে এনপিআই প্রাঙ্গনে শেষ হয়। র্যালিতে আইডিইবি’র সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের ডিপ্লোমা প্রকৌশলী সহ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে এনপিআইয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ.ন.ম গিয়াস উদ্দিন, গণপূর্তেও সহকারি প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান, প্রকৌশলী কবির হোসেন, আবদুল বাতেন, রাকিবুল হাসান পাভেল, মোঃ রুবেল প্রমুখ। বক্তারা, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশ গড়ার হাতিয়ার হিসেবে কাজ করলেও কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্য দূর করে ডিপ্লোমা প্রকৌশলীদের দেশের উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান তারা।