বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

রায়গঞ্জে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা কর্মীরা

সুজন কুমার ভৌমিক (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। রবিবার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকার কৃষক আব্দুল গফুর (কন্টেক) এর ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোমিন সরকার। ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। অসহায় প্রতিবন্ধী কৃষক আব্দুল গফুর বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া প্রসঙ্গে চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা আইয়ুব আলী বলেন, আমরা উপজেলা কৃষক দল ও ইউনিয়ন বিএনপির নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষক আব্দুল গফুর শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে অতিতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সহ সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, দফতর সম্পাদক রাকিব খাঁন, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com