বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও রাষ্ট্র সংস্কারের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৯ নভেম্বর সন্ধায় উপজেলা যুবদলের আয়োজনে আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম সলিম উদ্দীন খোকন চৌধুরী। লোহাগাড়া যুবদলের সাবেক যুগ্ম-আহাবায়ক মো. মুসলিম উদ্দীনের সনঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ন- আহাবায়ক সালাউদ্দীন চৌধুরী সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহাবায়ক আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস. এম. জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সবেক সভাপতি মো. বাহাদুর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা যুদলের সিনিয়র সদস্য হেলাল উদ্দীন, পদুয়া ইউনিয়ন যুবদলের সবেক সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা কাইছার আহামদ চৌধুরী মুন্না, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম, কলাউজান ইউনিয়ন যুবদল নেতা আবুল বশার, চুনতি ইউনিয়ন যুবদল নেতা মো. আরফাত, চরম্বা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফুরকান। আলোচনা সভায় বক্তরা বলেন, সৈরাচার আওমীলীগ সরকার সাড়ে ১৫ বছর এই দেশে দু-শাসন চালিয়েছে। দেশের মানুষকে বাকরুদ্ধ করে রেখেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই দেশে কোন নির্বাচন হতে দেয়নি। দেশের ব্যাংক ব্যাবস্তা ধংস করেছে। দ্রব্য মুল্যের উদ্ধগতির কারনে দেশের মানুষ ঠিকমতো খেতে পারিনি। আমাদের দলের নেতাকর্মীদের উপর মামলা হামলা করে দমন করার চেষ্টা করে গেছে। এবার সময় এসেছে এইদেশকে সংস্কার করতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্ত করতে সবাইকে এক কাতারে আসতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। সবাইকে মনে রাখতে হবে সৈরাচার আওয়ামীলীগ যেন মাতাচারা দিয়ে উঠতে না পারে। দেশের মানুষের কল্যানে কাজ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com