সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

চিতলমারীতে অবঃ পুলিশ অফিসার আহত

একরামুল হক মুন্সী (চিতলমারী) বাগেরহাট
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বাগেরহাটের চিতলমারীতে অন্যায় ভাবে এক কিশোরকে মার পিটের প্রতিবাদে আলহাজ¦ রাছেক শেখ(৬০) নামের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে কুপিয়ে রক্তাত্ত জখম করেছে একটি দুর্বৃত্ত দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবার) বিকাল ৩টার দিকে উপজেলার বড়বাড়িয়া মৈ জোড়া গ্রামে এ ঘটনা টি ঘটেছে। পরে ভিকটিম রাছেককে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সরেজমিনে আহতের কন্যা ও স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, অবঃ পুলিশ অফিসার আলহাজ¦ রাশেক শেখ ঘটনার দিন মৈ জোড়া মাদ্রাসার কাছে মসজিদে জোহরের নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি দেখতেপান প্রতিবেশী অধ্যক্ষ মাও ঃ মাশুকুর রহমানের মাদ্রাসার পুকুর থেকে বিনা অনুমতিতে মটর লাইন দিয়ে পানি তোলাকে কেন্দ্র করে মাশুকুর রহমানের ছেলে আল জিমামকে অতর্কিত মারপিট করছেন স্থানীয় মিলু ফকির ও তার ছেলেরা। এই মারপিটের বিষয়টি নিয়ে আলহাজ¦ রাশেক শেখ প্রতিবাদ জানান। প্রতিবাদের এক পর্যায়ে আসামী মিলু ফকির(৬০), মাহামুদুর রহমান শিবলী ফকির(৪০), মিলু ফকিরের ছেলে দুল মিয়া(৩৮), রিফুল ফকির(৩৫) ও রবিউল আলম সংঘবদ্ধভাবে, রাম দা’ লোহার রড, লোহার হাতু–ড়ীসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দ্বারা (অবসরপ্রপ্ত) পুলিশ অফিসার রাছেক শেখকে তিন দফায় পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ত জখম করে। অত:পর গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এম্বুলেন্স যোগে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এব্যাপরে চিতলমারী থানায় ১৪৩/৩৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ ও ১১৪ (পেনাল কোড) ধারায় একটি মামলা রুজু করেছেন ভিকটিমের স্ত্রী জোছনা বেগম। যার মামলা নং-০১, তারিখ-০১.১১.২০২৪. সরেজমিনে ভিকটিমের মেয়ে রুমা ও পরিবারের লোকজন রক্তমাখা জামাকাপড় দেখিয়ে বলেন, আমার বাবা কি অন্যায় করে ছিলো! ছোট বাচ্চাটাকে মারপিট করার প্রতিবাদে তার এমন শাস্তি?। মামলার স্বাক্ষী- মফিজুর রহমান বলেন, আসামীরা সবাই জামিন পেয়েছে। বাদীও স্বাক্ষীকে মামলা তুলতে ভয়ভীতি দেখাচ্ছে তারা। তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম শাহাদাৎ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের কোর্টে চালান দেয়া হয়ে ছিলো। শুনেছি তারা জামিন পেয়েছে। এব্যপারে মিলু ফকিরের ছেলে রিফুল ফকির মুঠো ফোনে জানান, তার বাবা অসুস্থ তিনি কথা বলতে পারবেননা। তবে আমরা জামিনে আছি, বিষয়টা দুঃখজনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com