ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেলে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে জামালপুর শহরের নতুন বাইপাস মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী স্কাউট সদস্য, পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক, বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জামালপুর জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনা কমিয়ে আনার জন্য আমাদের সতর্কতা ও সচেতন হতে হবে। পুলিশ, গাড়ির মালিক, শ্রমিক, সড়ক বিভাগ ও পথচারী সবাই মিলে সড়ক পথ নিরাপদ করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে ট্রাফিক নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, আরও উপস্থিত ছিলেন, সোহরাব হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ট্রাফিক বিভাগের টিআই জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। শোভাযাত্রা শেষে গাড়িচালকদের মধ্যে ফুল ও হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।