বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ‘মহাকাল ধূমকেতু’ শিরোনামে দু’পর্বের মনোমুগ্ধকর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬নং সেক্টর ক্যাম্পাসে পড়ুয়া বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলÑডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.)। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া’ (অব.)। বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব:)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শিশুদের পরিবেশনা উপভোগ করেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং মিজানুর রহমান খান প্রমুখ। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ৬নং সেক্টর ক্যাম্পাসের অধ্যক্ষ এম হেমায়েত উদ্দিন শিকদার। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সাদরে গ্রহণ করেন ৬নং সেক্টর ক্যাম্পাসের চৌকষ স্কাউট দল।