ইসলামে ধর্মান্তরিত হতে প্রস্তুত ছিলেন ড. বি আর আম্বেদকর। ভারতের বিখ্যাত ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, প-িত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী নেতা ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে কংগ্রেস নেতা সাইদ আজিমপির খাদরির এমনই মন্তব্য ঘিরে দেশটিতে বিতর্কে এখন তুঙ্গে। কর্নাটকের শিগগাঁওয়ের এক রাজনৈতিক সভায় তিনি এমন দাবি করেন। সেই সাথে তার আরো দাবি, এমনটা ঘটলে বহু দলিতই ইসলামে ধর্মান্তরিত হতেন।
ঠিক কী বলেছেন ওই নেতা? তাকে বলতে শোনা গিয়েছে, ‘বাবাসাহেব আম্বেদকর সে সময় ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি বৌদ্ধ হন।’ তার এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ওই মঞ্চে উপস্থিত থাকা আর এক হাত শিবিরের নেতা নাগরাজ যাদবই এমন কথার বিরোধিতা করেছেন। তিনি বলছেন, ”আম্বেদকর সব ধর্মের সেরাটুকু গ্রহণ করতে চেয়েছিলেন কেবল। বিজেপি যেন এই বিষয়টির রাজনীতিকরণ না করে।’ তার দাবি, খাদরির উচিত নয় এমন মন্তব্য করা।
এদিকে এই মন্তব্য ঘিরে আসরে নেমেছে বিজেপিও। পদ্ম শিবিরের তরফে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু খাদরিকে আক্রমণ করেছেন। তার হুঁশিয়ারি এমন বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি যেন বাবা সাহেবের আদর্শকে ধ্বংস করার চেষ্টা না করেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘কংগ্রেস নেতা সাইদ আজিমপির খাদরির মন্তব্য, ‘আম্বেদকর প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন, কিন্তু ভুল করে বৌদ্ধ হয়ে গিয়েছিলেন’ সম্পূর্ণ ভুল। বাবাসাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গি সমস্তটাই তার নিজের বইয়ে ধরা আছে। দয়া করে বিভ্রান্তি ছড়িয়ে বাবাসাহেবের মহৎ আদর্শকে ধ্বংস করবেন না।’ এই মন্তব্যের বিরোধিতা করেছেন অমিত মালব্য। তার দাবি, খাদরির এমন দাবি, ‘ভুয়া ও বিভ্রান্তিকর।’ তার মতে, বিরোধীদের চেষ্টা দলিত ও মুসলিমদের মধ্যে গোলমাল বাঁধানো। সূত্র : সংবাদ প্রতিদিন