শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার:এলাকায় আনন্দ মিছিল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের সম্পর্কে ভাতিজা হন তিনি। আলী আজম মুকুল আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার চাচা তোফায়েল আহমেদের নাম ভাঙিয়ে নানান অপকর্ম করেন। গত বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ২- এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার গ্রেপ্তারের খবর শোনার পর তার নিজ এলাকা বোরহানউদ্দিনের জনসাধারণ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের বিরোধী দলহীন একতরফা সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ এর রাতের ভোটে ও ২০২৪ সালের ডামি জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় গত বুধবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com