বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে দুই নারী আহত

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বরগুনার তালতলীতে আ’লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য স্বপন হাওলাদার আওয়ামীলীগের সেই দাপটের ঠেলায় জমির সিমানা নিয়ে তর্কবেঁধে ২ নারীকে বেধরক পিটিয়ে যখম করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার বড়বগী ইউনিয়নের তালতলী পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ওই দুই নারীকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দারের একান্তভাজন কর্মী সাবেক ইউপি সদস্য স্বপন হাওলাদার আ’লীগের সেই দাপটের ঠেলায় জমির সিমানা নিয়ে বড়বগী ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারী পাশর্^বর্তী পনু ঘরামীর স্ত্রী মিনারা বেগমের সাথে তর্কের এক পর্যায় লাঠি (কাফুলার কচা) দিয়ে বেধরক পিটিয়ে যখম করে। খবর পেয়ে মিনারার পুত্রবধু মরিয়ম বেগম(২২) ধরতে আসলে তাকেও পিটিয়ে যখম করে। এতে মরিয়মের মাথা ফেটে অজ্ঞান হয়ে পরে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযুক্ত স্বপন হাওলাদার বলেন, জমির সিমানা নিয়ে কথার কাটাকাটি হলে পনু ঘরামীর স্ত্রী মিনারা আমাকে গালিগালাজ করলে আমি তাকে লাঠি দিয়ে ২/৩টি আঘাত করি। এ ঘটনা আমার ছেলে ধরতে গেলে সেই আঘাত আমার ছেলের গায়েও লাগে। ওরা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার কথা শুনে আমিও অভিযোগ দিয়েছি। তালতলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, বৃহস্পতিবার রাতেই পনু ঘরামীর স্ত্রী ও পুত্রবধুকে স্বপন মেম্বর পিটিয়ে আহত করার ক্ষত আমাকে দেখিয়েছে। তাদেরকে চিকিৎসার পরামর্শ দিয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com