শান্তি-সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর (রবিবার) বিকেলে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা, জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ অনান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া জনসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপি বিগত সময়ে জনগণের রাজনীতি করে আসছে। জনগণের অধিকার নিশ্চিত করণে কাজ করে আসছে। দেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারে বছরের পর বছর জেল খেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবুও বিএনপি রাজপথ ছাড়েনি। কারণ জনগণই বিএনপির রাজনীতির স্তম্ভ। তারেক জিয়ার নের্তৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে জনগণের সরকার হিসেবে সংসদে যাবে বিএনপি। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে জনগণের পাশে থাকতে হবে, তাঁদের কাছে যেতে হবে। তাদের কথা শুনতে হবে। জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করতে হবে। জনগণই বিএনপির রাজনীতির স্তম্ভ।