দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টার হলরুমে বিশেষ শপথ গ্রহণ ও রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান বাহলুল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। ২০০৮ সালের পর এভাবে প্রকাশ্যে রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করতে পারেনি জামায়াতে ইসলামী। কিন্তু কার্যক্রম থেমে থাকেনি বলে জানান দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান বাহলুল। তিনি আরও বলেন, আগে গ্রুপে গ্রুপে করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে উপজেলা এবং পৌরসভার সব রুকনকে নিয়ে সম্মেলন হচ্ছে। এবারের সম্মেলনে উপজেলা এবং পৌরসভা মিলে ৩০০ রুকন আংশগ্রহন করেছে। এরমধ্য থেকে উপজেলা শাখায় ১৩ জন পুরুষ ও ৭ জন মহিলা এবং পৌরসভায় ৫ জন পুরুষ ও ৬ জন মহিলা শূরা সদস্য গোপন ভোটে নির্বাচিত হবে।