নূরানী পদ্ধতি হলো একটি শিক্ষাপদ্ধতি যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে বাংলাদেশের সর্বত্র চালু রয়েছে বিশুদ্ধ কুরআন শেখার এক অভিনব পদ্ধতি। তার নাম নূরানী পদ্ধতি। এরি ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে সারা টাংগাইল জেলার নেয় টাংগাইলে ধনবাড়ী উপজেলাতেও ১৮ (নভেম্বর) সোমবার সকাল ১০ টায় ধনবাড়ী পৌর শহরের ৮ নং ওয়ার্ডে অবস্থিত ধর্মীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্ রাসাতুন নূর এ টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়। ১০টি ধাপে এই পরিক্ষা গুলো হবে ইতি মধ্যে ২টা ধাপ শেষ হয়েছে আজ ধনবাড়ীতে যে পরিক্ষা হচ্ছে এটা ৩য় ধাপের পরিক্ষা। টাঙ্গাইল জেলার ৮টা উপজেলার ৭৫০০জন শিক্ষার্থী এই প?রিক্ষায় অংশ গ্রহন করেছে। এই বৃত্তি প্রকল্প ২০২৩ সাল থেকে বৃত্তি পরিক্ষা চালু হয়েছে, ধনবাড়ীতে ২০২৪ সালে ২য় বারের মত ধনবাড়ীতে আয়োজন ১১ টি মাদ্রাসা থেকে ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু শ্রেণী-৮৬ জন, প্রথম শ্রেণি-৫০ জন,দ্বিতীয় শ্রেণীতে- ৩৯ জন মোটঃ-১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ধনবাড়ী উপজেলায় ১১ টি মাদ্রাসা থেকে মোট ৬০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে, ১৭৫ জন বাদে বাকি গুলা সরিষাবাড়ি উপজেলার সাথে পরীক্ষা নিবে কর্তৃপক্ষ। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন এর জন্য আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই। পরীক্ষার আয়োজকরা বলেন, দ্বীনি শিক্ষাকে প্রসার ও উন্নত, গতিশীল এবং বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন এর গুরুত্ব অপরিসীম। এই পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশি। উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক মুফতী মাহদী হাসান শিবলী বলেন, নূরানী পদ্ধতি হলো একটি শিক্ষাপদ্ধতি যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়।তাই নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতিকে আমরা চালু করি এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাঁচ্ছি বলে জানান তিনি। মোঃ আরিফুল হক ,সিনিয়র শিক্ষক মাদ্ রাসাতুন নূর ধনবাড়ী বলেন, বর্তমান যুগে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব হচ্ছে, কেননা বর্তমান প্রজন্ম কোরান-সুন্নাহ ই লম ও ইসলামী আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরিক্ষা এখন দূরে সরে যাওয়া শিক্ষার্থীদের কে আবার মাদ্রাসা মুখি করবে বলে আশা প্রকাশ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষার্থীদের অভিভাব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।